রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। মৃত শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান (২২)। তিনি ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। তবে এটি আত্মহত্যা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্ত করে দেখা হবে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) তাদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা জায়গায় মরদেহটি প্রথম দেখা যায়। শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
পুসাবের তথ্য অনুযায়ী, মুশফিকুজ্জামান বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণ পর তিনি ক্লাস থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরই ভবনের মাঝখানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন