গ্রামবাসীর সাথে সংঘর্ষের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আব্দুল মজিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। এর আগে তিনি মেডিকেল সেন্টারে সাড়ে ৫ ঘন্টা অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে রাত পৌনে ২টার দিকে মুক্ত হন ভিসি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টা থেকে পৌনে ২টা পর্যন্ত ভিসি আব্দুল মজিদকে মেডিকেল সেন্টারের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। এ সময় গেটের সামনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তাদের পূরণের আশ্বাস দিয়ে মুক্তি পান ভিসি। এরপর তিনি রাত ২টার দিকে বাসভবনে যান।
উল্লেখ্য, যবিপ্রবির এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৭ থেকে রাত ৯টা পর্যন্ত দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন