রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:৫৬ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে নিয়ে রাবি শিক্ষকের অশালীন মন্তব্য, প্রতিবাদের ঝড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক কর্মকর্তাদের অশালীন মন্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাবি ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে রাবির প্রক্টরিয়াল টিম আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও এদিন রাতে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদ করছেন রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান। এসময় তার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গাঁজাখোর’ বলে সম্বোধন করা ও প্রক্টরিয়াল টিমের একজন অফিসারের আপত্তিকর মন্তব্যও ভেসে বেড়াচ্ছে ফেসবুকে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সূত্র জানিয়েছে, এদিন সকালে প্রক্টরিয়াল টিমের একজন অফিসার সেই দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তাদের এ বিষয়ে সতর্ক করতে গেলে ওই দুই তরুণ-তরুণী প্রক্টরকেই ঘটনাস্থলে আসার জন্য বলেন। পরবর্তীতে জানতে পেরে রাবি প্রক্টরিয়াল টিম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়।

ভাইরাল সেই ভিডিওতে করা রাবি প্রশাসনিক কর্মকর্তাদের মুখের ভাষাকে অগ্রহণযোগ্য বলে নিন্দাও জানিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরও দেখা গেছে এ ঘটনার প্রতিবাদ জানাতে।

এ ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করেছে রাবি প্রশাসন। এ বিষয়ে রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান জানান, ক্যাম্পাস সুন্দর-সুশৃঙ্খল করতেই সাময়িক নিষেধাজ্ঞার উদ্যোগ নেয়া হয়েছে।

তবে ভাইরাল সেই ভিডিওতে করা আপত্তিকর মন্তব্য নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি প্রক্টরিয়াল টিম। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরবি/এফআই

Shera Lather
Link copied!