দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জনের প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্য সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভ করেন এবং ‘গো ব্যাক মোদি’ স্লোগান দেন স্থানীয়রা।
মিজোরাম ও মণিপুর সফর শেষে এবার ভারতের কলকাতা সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি কলকাতায় অবস্থান করবেন। সফরে মোদির সফরসঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তিন বাহিনীর প্রধান অনিল চৌহান। এ ছাড়া উপস্থিত থাকবেন সেনাবাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা। এ সময় শহরটির ফোর্ট উইলিয়ামে তিন দিনব্যাপী যৌথ সেনাপাতি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। চলতি বছর এ নিয়ে চতুর্থবার কলকাতা সফর করলেন বিজেপি প্রধান।
মূলত নির্বাচনের আগে ভোটব্যাংকে জনগণের সমর্থন টানতেই মোদির এবারের সফর বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। এ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞমহল। গত এক মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর। এর আগে, গত ২২ আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নরেন্দ্র মোদির মিজোরাম ও মণিপুর সফর ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যায়। মোদিকে এ অঞ্চল ছেড়ে যেতে ‘গো ব্যাক মোদি’ স্লোগান তোলেন সেখানকার বাসিন্দারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন