গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতবাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ভাইয়ের লাঠির আঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষের (৪৫) সঙ্গে তার ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষের (৩০) দীর্ঘদিন ধরে ছাদের পানি পড়া নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে বৃষ্টির পর এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৌরাঙ্গ, কালা, যুগল ও তাদের ছেলে নয়ন ঘোষ এবং সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিটিয়ে আনন্দ ঘোষকে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আনন্দ ঘোষকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, ‘বৃষ্টির পর ছাদের পানি পড়া নিয়ে দেবর-ভাসুরেরা বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।’ প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, এ বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়েছে, কিন্তু অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেনি। ‘শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি পড়া নিয়ে আনন্দকে প্রাণ দিতে হলো।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন