ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

‘জুলাই ঐক্যের’ বিক্ষোভ মিছিল শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:৩৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই ঐক্য’ এর বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঐক্য বিনষ্টের চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এই মিছিল শুরু হয়।

এই কর্মসূচির লক্ষ্য , ‘জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদ’ প্রতিহত করা।

সরেজমিনে দেখা গেছে, শত শত জুলাই ঐক্যের নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ‘জুলাই ঐক্য’ নামক গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও ভৌগোলিক ইস্যুতে নিজেদের সক্রিয় অবস্থান ও প্রতিবাদী ভূমিকার কারণে আলোচনায় এসেছে।