ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডে আবেদনের সার্ভার বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৯:১১ এএম
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) । ছবি- সংগৃহীত

সফটওয়্যারের কারিগরি ত্রুটিজনিত কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদনের সার্ভার বন্ধ রাখা হয়েছে। এ কারণে আবেদন করতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে শিগগির সার্ভারটির কারিগরি ত্রুটি সমাধান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সফটওয়্যারের কারিগরি ত্রুটিজনিত ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্সের কাজ চলছে। স্বল্প সময়ের জন্য সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

বোর্ডের কর্মকর্তারা জানান, ত্রুটি মেরামতের কাজ চলমান। অবসরপ্রাপ্ত শিক্ষকরা এ জন্য আবেদন করতে পারছেন না। অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। সার্ভার ঠিক হওয়ার পরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা আবার আবেদন করতে পারবেন।