ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ. রহমান হলে অধূমপায়ী শিক্ষার্থীদের কক্ষে ধূমপায়ী শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ। সেই সঙ্গে ‘ধূমপানমুক্ত কক্ষ’ চিহ্নিত করে প্রতিটি রুমের বাইরে স্টিকার লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে হলের ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ বলেন, মাদক ও ধূমপান নিয়ে আমি দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। কিছুদিন আগে আমরা হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছি এবং নির্দিষ্ট কিছু জায়গায় ধূমপানের অনুমতি রেখেছি। নিয়ম ভাঙলে ২০০ টাকা জরিমানার নিয়ম চালু করেছি।
তিনি আরও বলেন, ইয়াবা, গাঁজা কিংবা কোনো মাদকের ব্যবহার বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, যারা নিজেদের কক্ষকে ধূমপানমুক্ত হিসেবে চিহ্নিত করতে চাও, রুমমেটদের সঙ্গে আলোচনা করে রুম নম্বরটি কমেন্টে জানাও। কক্ষের বাইরে ‘ধূমপানমুক্ত কক্ষ’ স্টিকার লাগানো হবে এবং ভবিষ্যতে তোমাদের কক্ষে কোনো ধূমপায়ী ছাত্রকে সিট দেওয়া হবে না।
প্রভোস্ট আরও জানান, কোনো রুম অধূমপায়ীদের হলে, সেখানে ধূমপায়ীদের সিট বরাদ্দ দেওয়া হবে না। এটি হল প্রশাসনের স্থায়ী সিদ্ধান্ত হিসেবে কার্যকর করা হচ্ছে।
প্রভোস্টের ঘোষণার পর হলের আবাসিক শিক্ষার্থীদের অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ স্ট্যাটাসে রুম নম্বর দিয়ে ‘ধূমপানমুক্ত কক্ষ’ ঘোষণার জন্য আবেদনও করেছেন।
হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমরা প্রভোস্ট স্যারের এমন পদক্ষেপকে স্বাগত জানাই। ধূমপায়ী ও অধূমপায়ীর একসঙ্গে থাকা অনেক সময় সমস্যা তৈরি করে। তা ছাড়া মাদক ও ধূমপান ছাত্রজীবন নষ্ট করে দেয়।
আরেকজন যোগ করেন, মদপায়ীদের সংস্পর্শে এসে অনেক ভালো শিক্ষার্থীও ধীরে ধীরে খারাপ পথে চলে যায়। এই উদ্যোগ আমাদের হলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলবে।
আপনার মতামত লিখুন :