বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১০:২১ পিএম

রাবি ছাত্রদলের নেতৃত্বে ‘অছাত্র’ রাহী-জহুরুল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১০:২১ পিএম

সুলতান আহমেদ রাহী ও সর্দার জহুরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

সুলতান আহমেদ রাহী ও সর্দার জহুরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ ৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী। সাধারণ সম্পাদক হয়েছেন সঙ্গীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম। তবে তাদের কারও বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নিয়মিত ‘ছাত্রত্ব’ নেই।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিলুর রহমান সোহাগ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিহা আলম মুন্নি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জান্নাতুন নাঈম তুহিনা।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শফিকুল ইসলাম শফিক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফারসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাহের রহমান এবং সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিন বিশ্বাস এষা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাহমুদুল ইসলাম মিঠু। দপ্তর সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাফিউল জীবন।

কমিটিতে থাকা ১১ জন নেতার মধ্যে অন্তত ৬ জনেরই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্রত্ব নেই। তারা কেউ কেউ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সে ভর্তি রয়েছেন।

বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল সূত্রে জানা যায়, সবশেষ ২০২১ সালের ১৬ জুলাই সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেখানে বর্তমান সভাপতি রাহী ছিলেন আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক জহুরুল ছিলেন যুগ্ম আহ্বায়ক।

তবে তাদের কেউ-ই এখন বিশ্ববিদ্যালয়ের মূলধারার শিক্ষার্থী নন। রাহীর দাবি, তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যাকালীন মাস্টার্স কোর্সে ভর্তি আছেন। অপরদিকে জহুরুল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজে ভাষা শিক্ষার এক শর্ট কোর্স করছেন।

সান্ধ্যকালীন ও ভাষা শিক্ষা কোর্সে ভর্তি থাকা শিক্ষার্থীদের কি নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য করা যায়— জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা-১ এর উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউটে অনার্স ও মাস্টার্স চলমান শিক্ষার্থীর বাইরে কাউকে নিয়মিত শিক্ষার্থী বলার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যারা সান্ধ্যকালীন বা ভাষা শিক্ষার কোর্সে পড়ছেন, তারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীর মতো মেডিকেল, হল, বাস বা কনভোকেশন সুবিধা পান না। ফলে তাদের কোনোভাবেই নিয়মিত শিক্ষার্থী বলা চলে না।’

এদিকে নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং ১৫ দিনের মধ্যে হল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। 

সম্মেলনের মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল হল কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হলো। হল কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠিত হবে।

Shera Lather
Link copied!