ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তির উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।
বুধবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই স্মৃতিকে ধরে রেখে এবং ভবিষ্যতের পথ নির্ধারণের উদ্দেশ্যে আমরা এই আয়োজন করছি, যেখানে শিল্প, সংস্কৃতি, স্মৃতি ও রাজনৈতিক ভাবনার একত্রিত সমাবেশ হবে।
এসএম ফরহাদ আরও জানান, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো ‘জুলাই বিপ্লব’-এর তাৎপর্য তুলে ধরা, শহীদ ও আহত পরিবারের সাথে সরাসরি সংযোগ স্থাপন, এবং ছাত্র প্রতিরোধের চেতনা পুনর্জাগরণ। পাশাপাশি ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জনমত তৈরি করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিন দিনের কর্মসূচিতে থাকছে, জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি, ‘জুলাই বিপ্লব’ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, নাটক, মাইম ও সংগীত পরিবেশনা, প্ল্যানচেট বিতর্ক এবং রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা সভা।
এসব আয়োজন কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার উদ্দেশ্যে পরিচালিত হবে।