হিজাব ও নারী নিয়ে দোষ চাপানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
শনিবার (৯ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সাথে ইসলামী ছাত্র শিবিরের শাখা ছাত্রীসংস্থার একটি ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি শামসুল আরেফিন নিজ ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন, এমন অভিযোগ করেন তিনি।
শামসুল আরেফিনের পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের অবস্থান পরিষ্কার করে তার পোস্টটিতে নিজের অবস্থান পরিষ্কার করে সংযুক্তি দেন তিনি।
সংযুক্তিতে শামসুল আরেফিন লিখেন, ‘একদিকে রাজনীতি প্রোমোট করেন, অন্যদিকে নিষিদ্ধ। নোটটুকু এডিট করে দিলাম, নারী ও হিজাবের ওপর দোষ চাপানোর অপচেষ্টা হতে পারে। ইডিট হিস্ট্রিতে ডিটেইলস দেখে নিতে পারবেন। নারী ও তার ধর্মীয় স্বাধীনতায় আমার আজন্ম শ্রদ্ধা।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শামসুল আরেফিন বলেন, ‘আমি কখনোই নারী বিদ্বেষমূলক ও পর্দা নিয়ে মন্তব্য করিনি। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ আমাকে ইসলামের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে। একটি ছাত্র সংগঠনকে একজন ভিসি প্রমোট করবেন, অন্যদের হিংসা করবেন, এটা হতে পারে না। তার এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি মাত্র।’
তিনি বলেন, ‘এটি হিজাবের বিরুদ্ধে কটুক্তি নয়। সেটি অন্যভাবে চালিয়ে দিয়ে নারী আর বোরখার ওপর নেওয়ার চেষ্টা একধরনের দুষ্টামি। আমরা এসব দুষ্ট রাজনীতি ছাড়ার আহ্বান জানাই। আমি আমার পোস্টে ছাত্র-শিক্ষকের কথা স্পষ্ট উল্লেখ করেছি।’
শামসুল আরেফিনের সেই ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি ছাত্রীসংস্থার ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘সেরের জন্য কয়টা তালি’। সেই পোস্টে জিএমএস আহমেদ রেজা নামে এক ফেইসবুক আইডি থেকে কমেন্ট করা হয়, ‘ভাই, ছবিতে সমস্যাটা কোথায়? রাজনীতি করবেন, এতটুকু সেন্স রাখবেন না কোথায় সমালোচনা বা ট্রল করতে হয় আর কোথায় না?’
এই কমেন্টের রিপ্লাইতে শামসুল আরেফিন লিখেন, ‘এই সে**ক্সটাই তো সেরের এবং সেরের ছাত্রের কাছে শিখতে চাই। সরি সেন্স।’
এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার এই মন্তব্যকে কুরুচিপূর্ণ এবং হিজাব বিদ্বেষী বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, জবি শাখা ছাত্র শিবির সভাপতি রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতা।
এদিকে শামসুল আরেফিনের পোস্ট নিয়ে সমালোচনা করে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা এক ফেইসবুক পোস্টে ল লেখেন, ‘তথাকথিত প্রগতিশীল নারীবাদীরা এখন কই গেছে? এসব নিয়ে তো তাদের কোনো আওয়াজ দেখছি না। নাকি দাড়িওয়ালা পুরুষ আর হিজাব পরিহিত নারীকে নিয়ে যাচ্ছে তাই বলা বৈধ ? এই কমেন্টের মাধ্যমে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে। ইসলামপন্থীদের যতই থামিয়ে দিতে চান, যতই গালি দেন তারা কিন্তু থেমে যাবে না। কুরআনের একটা আয়াত মনে করিয়ে দেই, তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও কৌশল অবলম্বন করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী।’