ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাকসু: প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৫:০৫ পিএম
রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য ভর্তি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসুর নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছেন রাজশাহী শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরের পেছনে সংগঠনটির দলীয় টেন্ট থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আগের স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা মেধার যুদ্ধে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে। অথচ তাদের নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করেছে প্রশাসন। প্রশাসনের কাছে আহ্বান আপনারা সুষ্ঠু নিবার্চন আয়োজনের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করুন।

চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। আর সেদিনই ফল ঘোষণা করা হবে।