ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রচারের ষষ্ঠ দিন চলছে। প্রার্থীরা প্রতিদিনই শিক্ষার্থীদের কাছে গিয়ে নিজেদের পক্ষে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টায় বাম ছাত্র সংগঠনসমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। এরপর তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার শুরু করবে।
অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল দুপুর ২টার পর উপাচার্য চত্বর থেকে প্রচার শুরু করবে।
প্রচার শুরু হওয়ার পর থেকেই এক প্যানেলের প্রার্থীরা অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে আসছে। পাল্টা অভিযোগে কমিশনের পক্ষপাতিত্বের কথাও বলা হয়েছে।
তবে নির্বাচন কমিশন দাবি করছে, কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।