ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে স্থগিতাদেশ তুলে নেওয়ায় শিক্ষার্থীদের উল্লাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:২৭ পিএম
উল্লাস করছেন শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতাদেশ চেম্বার আদালত তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। আদালতের সিদ্ধান্ত জানাজানি হতেই তারা আনন্দধ্বনি তুলে হলে ফিরে যেতে শুরু করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে স্থগিতাদেশ প্রত্যাহারের খবর পান শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে বিক্ষোভরত অবস্থাতেই তারা উল্লাস প্রকাশ করেন।

এর আগে বিকেলের দিকে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে সমবেত হন। সেখানে তারা অবস্থান নিয়ে ডাকসুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তীতে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে শিক্ষার্থীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।