রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৫৯ পিএম

বুটেক্স ক্রিকেট কার্নিভালে চ্যাম্পিয়ন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৫৯ পিএম

চ্যাম্পিয়ন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দল। ছবি- রূপালী বাংলাদেশ

চ্যাম্পিয়ন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দল। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘ক্রিকেট কার্নিভাল ২.০ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’- এর ফাইনালে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০ রানের ব্যবধানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ওসমানী হলের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়।

ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল-আমিন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সবুজ। টুর্নামেন্টে সর্বোচ্চ ৯টি উইকেট শিকার করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাফিস মাহমুদ। ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সুজয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি মো. জুলহাস উদ্দিন, হিউ-টেক বিডির ব্যবস্থাপনা পরিচালক আশিক ইশতিয়াক লিখন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ মো. মামুন কবীর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আহাসান হাবীব, ওসমানী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আজকের আয়োজনের জন্য বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের ম্যাচ সত্যিই দারুণ হয়েছে- বিজয়ী ও পরাজিত দুই দলকেই অভিনন্দন। দর্শকদের উপস্থিতিও ছিল প্রশংসনীয়। তোমরা নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবে। কারণ খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। আশা করি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতেও এমন প্রাণবন্ত আয়োজন দেখতে পাবো।’

আয়োজন নিয়ে স্পোর্টস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পারা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ক্রিকেট খেলেনি, বরং পারস্পরিক সহযোগিতা, দলীয় চেতনা আর ভ্রাতৃত্ববোধও আরও গভীর হয়েছে। বুটেক্স স্পোর্টস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ মে থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!