রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের শনিবারের একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জাপা হয়ে আসবে আপা!’ ধারণা করা হচ্ছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার মন্তব্যের প্রেক্ষিতে এই ফেসবুক পোস্টটি করেছেন আশরাফ।
শনিবার দুপুরে রংপুর মহানগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের আট জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় সভা শেষে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক কিন্তু কোনো মামলা-মোকদ্দমা নেই; ক্লিন ইমেজের, মামলা বা সহিংসতার অভিযোগ নেই—তারা জাতীয় পার্টিতে যোগ দিলে আমরা যদি তাদের যোগ্য মনে করি, তাদের মনোনয়ন দেব না কেন, অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই তা করব।
রংপুর সিটি করপোরেশনের সাবেক এই মেয়র আরও বলেন, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে তাহলে দেব না (মনোনয়ন) কেন, অবশ্যই দেব। ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব।
এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগ দিলে নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার তার নেই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন