আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার প্রশ্নই অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে এনসিপি হৃদ্যতা বজায় রাখবে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে, তাদের সঙ্গে দূরত্ব বাড়বে।
বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে কি না এমন প্রশ্নে হাসনাত সংক্ষিপ্তভাবে বলেন, ‘না।’
এনসিপির এই নেতা বর্তমানে বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরে রয়েছেন। সফরের প্রথম দিন তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমন্বয় সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা এবং পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।
সভায় এনসিপিকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং জেলা কমিটি দ্রুত ঘোষণার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন