বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:১২ পিএম

টেবিল চাপড়ে উপাচার্যকে হুমকি দিলেন ঢাবি ছাত্রদল সভাপতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:১২ পিএম

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। ছবি- সংগৃহীত

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যান্য নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে প্রেস ব্রিফিং চলাকালীন এই ঘটনা ঘটে।

ডাকসু নির্বাচন ও ফলাফল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই ধমক প্রদানের ঘটনা ঘটেছে। গণেশ চন্দ্র রায় সাহস ক্ষুব্ধ ভঙ্গিতে উপাচার্যের কাছে অভিযোগ তোলেন। 

তিনি বলেন, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে এসেছে, কিন্তু আসা বাসের সংখ্যা কম ছিল; আপনি কি বুঝছেন এটা ডাকসু নির্বাচন? এ সময় তিনি টেবিল চাপড়ে ভিসিকে সরাসরি ধমক দেন।’

এ সময় উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানও গণেশকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’

পরে গণেশকে শান্ত করার চেষ্টা করেন কেন্দ্রীয় ছাত্রদলের অন্যান্য নেতারা, বিশেষ করে সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক এবং পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

নির্বাচন ও ভোট কেন্দ্রের কার্যক্রম নিয়ে চলমান উত্তেজনার কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিতর্কের সুযোগ তৈরি হয়েছে। গণেশ চন্দ্র রায় সাহসের এই প্রকাশ্য ধমক অনেকের নজর কাড়ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার দাবি উঠছে।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করেছেন, তবে নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট অনুভূত হয়েছে।

Link copied!