ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সলিমুল্লাহ মুসলিম হলে সাদিক ৩০৩, আবিদ ১১০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:৩৪ এএম
সলিমুল্লাহ মুসলিম হল। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৩০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১১০ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।

এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা- ৩৪, আব্দুল কাদের- ২১, বিন ইয়ামিন ৬, শামীম ৫০ ভোট পেয়েছেন।

জিএস পদে এস এম ফরহাদ ২৩৭, আরাফাত ৬৬, মেঘমল্লার বসু ৪১, আবু বাকের ১৮, হামীম ১২৪ ভোট পেয়েছেন।