ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৬৩৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ২৩১ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়া এ হলে কাদের ৭০, উমামা ৫৬ ও শামীম ১২৩ ভোট পেয়েছেন।
জিএস পদে শিবিরের এস এম ফরহাদ পেয়েছেন ৫০১ ভোট। এছাড়া ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ২৫৮ ভোট এবং মেঘমল্লার বসু ১০৬ ভোট পেয়েছেন।
এজিএস পদে হলটিতে সর্বোচ্চ ৫২৭ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান। এছাড়া ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৪৭৪ ভোট ও জুবেল ৪০ ভোট পেয়েছেন।