ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে ‘ভাইরাল’ আশিকের ব্যালটবাক্সে ভরাডুবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:৫৭ এএম
জিএস পদপ্রার্থী আশিকুর রহমান। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যতিক্রমী প্রচার চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান। চোখে সানগ্লাস, ঠোঁটে জ্বলন্ত সিগারেট ও হাতে লাইটার- এভাবে পোস্টারে নিজের উপস্থিতি দেখিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।

তবে ভোটের বাক্সে মিলল না সেই জনপ্রিয়তার প্রতিফলন; আশিকুর পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।

এদিকে জিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ। তিনি পেয়েছেন সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামীম, যিনি পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

সহ-সভাপতি (ভিপি) পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ও শিবির-সমর্থিত আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

বুধবার (১০ সেপ্টেম্বর) সব কেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণা করে ডাকসু নির্বাচন কমিশন।

নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট, আর আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।

আলোচিত হলেও আশিকুর রহমানের প্রচার যে বাস্তব ভোটে রূপ নেয়নি, ফলাফলেই তা পরিষ্কার।