ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন বিপুল ভোটে জয়লাভ করলেও জগন্নাথ হল কেন্দ্রে ছাত্রশিবিরের এই প্রার্থীরা ভরাডুবির শিকার হয়েছেন। কেন তাদের এই ভরাডুবি? কেন তিনটি পদে তারা পেলেন হাতেগোনা ৫-১০ ভোট।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জগন্নাথ হলের এক শিক্ষার্থী বলেন, এ হলের সংখ্যালঘু শিক্ষার্থীরা শিবিরের সমর্থক না হওয়ায় এমনটা হতে পারে। এছাড়া এই হলের শিক্ষার্থীরা শিবিরের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ মনে করে না। তাই তারা শিবিরের প্যানেল ছাড়া বাকি সবাইকে ভোট দিয়েছে।
আরেক শিক্ষার্থী বলেন, জগন্নাথ হলে শিবির কার্যত নিষ্ক্রিয়। তাই তারা এখানকার ভোটে প্রভাব ফেলতে ব্যর্থ। সাংগঠনিক দুর্বলতা এবং এই হলটির শিক্ষার্থীদের মনে নেতিবাচক ভাবমূর্তির কারণে শিবিরের প্রার্থীরা এমন ভরাডুবির শিকার হয়েছেন।
ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট। অন্যদিকে ছাত্রদলের আবিদ ১ হাজার ২৭৬ ভোট পেয়ে পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী উমামা পেয়েছেন ২৮৭ ভোট, শামিম ১৭১, বাগছাসের কাদের ২১ এবং ইয়ামিন মোল্লা ৫ ভোট।
জিএস পদে শিবিরের ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। এই পদে বাম প্রার্থী মেঘমল্লার বিপুল ব্যবধানে এগিয়ে থেকে পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট। ছাত্রদলের হামিম পেয়েছেন ৩৯৮ ভোট, আরাফাত ১৬৯, বাগছাসের বাকের ২৭ এবং আশিক ৭ ভোট।
এজিএস পদে শিবিরের মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। এ পদে ছাত্রদলের মায়েদ পেয়েছেন সর্বাধিক ১ হাজার ১০৭ ভোট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন