জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু অর্থায়ন বোঝা: জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় তিনি বলেন, গবেষণার লক্ষ্য হওয়া উচিত ব্যাপক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।
তিনি বলেন, প্রত্যেক গবেষণায় দর্শন বা নীতি-নৈতিকতা থাকে। তবে অনুন্নত বা অনগ্রসর রাষ্ট্রগুলো নীতি-নৈতিকতা প্রয়োগের দিক থেকে উপেক্ষিত থাকে।
তিনি আরও বলেন, ‘আবহাওয়া পরিবর্তনে উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে আমাদের মতো দেশগুলোর ভূমিকা খুব কম হলেও দায়িত্ব অনেক বেশি। আমাদের নিজস্ব পরিবেশ-প্রতিবেশ বিবেচনায় নিয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে। আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত গবেষণায় মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীদেরও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। গবেষকদের পরিবেশ নীতি দর্শনকে বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। চলমান ঘটনা প্রবাহের সঙ্গে খাপ খাওয়ানো, অভিযোজন প্রক্রিয়া ইত্যাদির সঙ্গে মিশে যাওয়ার অভ্যাস ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।’
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন সহায়ক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ড. একেএম নূরুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন