চিকিৎসা খাতে জনবল সংকট মোকাবিলায় আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় পরীক্ষা শেষ হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল আগামী ২১ জুলাই প্রকাশ করা হবে।
৪৮তম এই বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শুক্রবার (১৮ জুলাই) লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে।
সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন ছিল।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থী লড়াই করেছেন।
এ ছাড়া পিএসসি জানিয়েছে, ২১ জুলাই ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সর্বমোট দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সরকারের এই উদ্যোগ দ্রুত চিকিৎসক নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবায় গতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পিএসসি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।
আপনার মতামত লিখুন :