ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:০১ পিএম
কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ছবি- সংগৃহীত

বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে যথাযথ প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ জুলাইয়ের স্থগিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (২৫৩) এবং যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১) বিষয়গুলোর পরীক্ষা আগামী ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কুমিল্লা বোর্ডে বন্যাজনিত কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হলেও দেশের অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডে নির্ধারিত তারিখে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছিল।