ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৮:০২ পিএম
পরীক্ষার নতুন তারিখ ঘোষণা। ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাইয়ের স্থগিত পরীক্ষাটি আগামী ১৪ আগস্ট দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২২ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের ক্ষতির প্রেক্ষিতে ২৩ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স চতুর্থ বর্ষের বিএ, বিএসএস, বিবিএ ও বিএসসি প্রোগ্রামের ২৩ জুলাইয়ের পরীক্ষাটি ১৪ আগস্ট নেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

শিক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।