বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া প্রদানের সিদ্ধান্তসহ একাধিক বিষয়ে শুনানির জন্য ৪২ জন শিক্ষক-কর্মচারীকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ৬ আগস্ট, সকাল ১০টায় এই শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার শিক্ষা ভবনের ৯০৪ নম্বর কক্ষে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভায় অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহকারীদের এমপিও সংক্রান্ত আবেদন ও নথিপত্র যাচাই-বাছাই করা হবে।
শুনানিতে উপস্থিত ব্যক্তিদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র, সচিব বরাবর আবেদন এবং সূচিপত্রসহ প্রাসঙ্গিক সকল কাগজপত্র সঙ্গে আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এই শুনানির মাধ্যমে সংশ্লিষ্টদের এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ৪২ জনের পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।