অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড/সংশোধন করার জন্য যারা আবেদন করেছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না তাদেরকে সময়সীমা নিয়ে নতুন তথ্য দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ বলছে, যারা ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি তাদেরকে ডাউনলোডের সুযোগ প্রদান করে সময় বর্ধিত করা হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আবদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‘অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি’ শিরোনামের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) পুনরায় ডাউনলোড / সংশোধন করার জন্য যেসকল প্রার্থী আবেদন করেছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি তাদেরকে ডাউনলোডের সুযোগ প্রদান করে সময় বর্ধিত করা হবে। বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’