রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হল থেকে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর এবং তিন দফা দাবি বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক ছাত্র জোট সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় অবস্থান কর্মসূচি পালন করেছে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা সাইবার বুলিং রোধে নিরাপত্তা সেল কার্যকর করা, সন্ত্রাসীদের ভোটাধিকার বাতিল, গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর সন্ত্রাসী হামলার বিচার এবং ভোটকেন্দ্র হলের বাইরে স্থাপনসহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভূইয়া রাতুল বলেন, ‘অবিলম্বে ভোটকেন্দ্র অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করতে হবে, আবাসিক হলে কুরআন পোড়ানো ও রেজিস্ট্রারের বাসায় ককটেল বিস্ফোরণসহ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। ৫ আগস্টের আগে ও পরে সন্ত্রাসীদের ভোটাধিকার বাতিল করতে হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ‘গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলা ও অগণতান্ত্রিক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত রাকসু নির্বাচন হওয়া উচিত নয়।’
অবস্থান কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, ছাত্র গণমঞ্চ, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।