কয়েক মাস শান্ত থাকার পর মিয়ানমারের অভ্যন্তরে ফের শুরু হয়েছে তুমুল সংঘর্ষ ও গোলাগুলি। এরই মধ্যে একজন আরাকান আর্মি সদস্য অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে উখিয়ার বালুখালী সীমান্তে সশস্ত্র অনুপ্রবেশকারী জীবন তঞ্চঙ্গা (২১) আত্মসমর্পণ করেন।
তিনি দাবি করেন, আরও প্রায় ৩০০ জন আরাকান আর্মি সদস্য যেকোনো সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
টেকনাফ সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা যায়, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।
সীমান্ত এলাকার সচেতন মহল মনে করছেন, হঠাৎ বিপুলসংখ্যক সশস্ত্র অনুপ্রবেশ ঘটলে সীমান্ত ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা আরাকান আর্মির প্রায় ৩০০ সদস্য বাংলাদেশের দিকে আসতে পারে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, ‘টেকনাফ সীমান্ত বর্তমানে স্বাভাবিক রয়েছে। আরাকান আর্মি অনুপ্রবেশের নির্ভরযোগ্য কোনো তথ্য এখনো আমাদের কাছে নেই। তবে মিয়ানমারের সিতওয়ে অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।’