ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ব্রাকসু নির্বাচন: ডোপ টেস্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৫৩ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি প্রার্থীকে ডোপ টেস্ট করাতে হবে এবং রিপোর্ট পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল হবে।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে খসড়া আচরণবিধি পাঠানো হয়েছে। এতে মনোনয়নপত্র, নির্বাচনি প্রচারণা, ছাত্র ও ছাত্রীদের হলে প্রবেশের নিয়মাবলি এবং আচরণবিধি লঙ্ঘনের শাস্তি সংক্রান্ত নির্দেশনা রয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থকসহ মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থীকে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।

নির্বাচনি প্রচারণায় যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ। ভোটকেন্দ্রে ভোটার আনার জন্য কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। নির্বাচনের দিনে প্রার্থী, ভোটার ও শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাইসাইকেল বা রিকশা ব্যবহার করতে পারবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা করা যাবে। প্রচারণায় শুধু সাদা-কালো লিফলেট ব্যবহার করা যাবে এবং ভবনের দেওয়ালে কোনো পোস্টার লাগানো যাবে না।

প্রার্থী বা সমর্থকরা অন্য প্রার্থীর নির্বাচনি কার্যক্রমে বাধা, ব্যক্তিগত আক্রমণ, গুজব ছড়ানো বা বলপ্রয়োগ করতে পারবে না। অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলে কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না।

ছাত্রদের আবাসিক হলে ছাত্রী, ছাত্রীদের আবাসিক হলে ছাত্র শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে।

প্রকাশিত খসড়া আচরণবিধি সংক্রান্ত লিখিত মতামত আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) প্রো-ভিসি কার্যালয়ে জমা দিতে হবে। চূড়ান্ত আচরণবিধি আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত হবে।