ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

এসএসসি পরীক্ষায় গণিতে ভরাডুবি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:৩৬ পিএম
ছবি- সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গণিতে প্রায় সব শিক্ষাবোর্ডেই পাসের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে দেশজুড়ে শিক্ষার্থীদের গণিতে ব্যাপক ভরাডুবি ঘটেছে বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে গণিতে পাসের হার ৮৮ দশমিক ৭২ শতাংশ। তবে অন্য সব বোর্ডে পাসের হার উদ্বেগজনক।

ঢাকা বোর্ডে গণিতে পাস করেছে ৭৫ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে এই হার কিছুটা বেশি ৮৬ দশমিক ৫২ শতাংশ। যশোর বোর্ডে পাস করেছে ৮৫ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী।

অন্যদিকে কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ফলাফল ছিল সবচেয়ে খারাপ। কুমিল্লা বোর্ডে গণিতে পাসের হার ৭২ দশমিক ০১ শতাংশ, দিনাজপুরে ৭১ দশমিক ৩৫ এবং ময়মনসিংহে মাত্র ৬৪ দশমিক ২৭ শতাংশ।

বরিশাল বোর্ডেও একই অবস্থা। এখানে গণিতে পাসের হার মাত্র ৬৪ দশমিক ৬২ শতাংশ। সিলেট বোর্ডে পাস করেছে ৮৩ দশমিক ১৭ শতাংশ, আর চট্টগ্রামে ৮১ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডেও গণিতে পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা, যেখানে পাসের হার ৭৯ দশমিক ৭৩ শতাংশ।

কেন এই বিপর্যয়?

বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে এখনো গণিতভীতি রয়ে গেছে। সেই সঙ্গে স্কুলে দক্ষ গণিতশিক্ষকের অভাব, মানসম্মত পাঠদানের সংকট, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকা এবং গাইড বা কোচিং নির্ভরতা শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা দুর্বল করে দিচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্কুলপর্যায়ে গণিত শেখানোর পদ্ধতি আমূল পরিবর্তন না হলে, হাতে-কলমে অনুশীলনের সুযোগ না বাড়ালে ভবিষ্যতে আরও খারাপ ফলাফল দেখা যেতে পারে।

এদিকে, ফল প্রকাশ উপলক্ষ্যে এবার কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, গোঁজামিল বা বাহুল্য পরিহার করে স্বচ্ছভাবে ফল প্রকাশ করা হয়েছে।