দিনাজপুরের খানসামা উপজেলায় পাটখেত থেকে দেলোয়ার হোসেন (৬২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও প্ল্যান বাজার এলাকায় বাংলা ভাষা কলেজের পশ্চিমে পাকা রাস্তার অদূরে পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বারপাড়ার বাসিন্দা। তিনি মৌসুমি ব্যবসায়ী হিসেবে ভুট্টা, পাট, আলু কেনাবেচা করতেন। মরদেহ উদ্ধারের সময় তার জামার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে তিনি কার কাছে কত টাকা দেনা ও পাওনা আছেন, তার হিসাব লেখা ছিল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল (সোমবার) সকালে বাড়ি থেকে বের হয়ে দেলোয়ার আর ফেরেননি। রাত সাড়ে ৯টার দিকে সবশেষ তার মেয়ের স্বামী রেজাউলের সঙ্গে কথা হয়। বাড়িতে ফিরতে দেরি হবে বলে জানান তাকে। পরে রাত ১০টার দিকে পরিবার থেকে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয় লোকজন পাটখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খানসামা থানার ওসি নজমুল হক বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পকেট থেকে একটি কাগজে লেখা কিছু টাকার হিসাব পাওয়া গেছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।