শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:১২ পিএম

খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব, ‘শেষ খেলা শুরু...’

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:১২ পিএম

খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব, ‘শেষ খেলা শুরু...’

ছবি: সংগৃহীত

পূজায় আসছে দেব অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘টেক্কা’। তার আগে এক এক করে সমস্ত চরিত্রদের সঙ্গে আলাপ করিয়ে শেষ তাস খেলেই এ কী কাণ্ড ঘটালেন দেব! শেষ পোস্টারে প্রকাশ্যে এল কোন চমক?

দেব এদিন টেক্কা সিনেমাটির যে পোস্টার প্রকাশ্যে এনেছেন সেখানে দেখা যাচ্ছে এক সাইডে রুক্মিণী মৈত্র চোখে সানগ্লাস পরে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। আরেকদিকে চুড়িদার পরে দাঁড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। আর মাঝখানে একটি শিশুর মাথায় বন্দুক ধরে রাগত মুখে দাঁড়িয়ে দেব। বাচ্চাটির পরনে স্কুল ইউনিফর্ম।।

এই ছবিটি পোস্ট করে দেব এদিন লেখেন, ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...এবার পূজায় দেখা হচ্ছে টেক্কার সাথে। সব কার্ড এবার টেবিলে। শেষ খেলা শুরু হবে এবার। আপনি প্রস্তুত তো?’

এই সিনেমাতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। সিনেমার পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি দেব একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাসের J বা জোকার লেখা। সঙ্গে মাঝে তিনি ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে লেগে এক অদ্ভুত কষ্ট। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘মরিয়া হয়ে গেলে আর কোনও নিয়ম মানে না, নিজে নিয়ম বানায়। জ্যাক পথে নামলে শোরগোল তাকেই ফলো করে। ইকলাখের সঙ্গে আলাপ করুন।’

কেবল তার চরিত্রই নয়, আলাপ করিয়েছেন রুক্মিণী-স্বস্তিকার সঙ্গেও। দেব স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে চুড়িদার পরে দাঁড়িয়ে আছেন। চুল ছোট করে কাটা। চোখে মোটা করে কাজল। হাতে টেডি বিয়ার। এই সিনেমাতে স্বস্তিকার নাম হবে ইরা। আর সেই বিষয়ে ঘোষণা করে দেব লেখেন, ‘সব চাল বিফল হয়ে যায় যখন বোর্ডরুমের মা অর্থাৎ রানি খেলায় প্রবেশ করে। আলাপ করুন ইরার সঙ্গে।’

অন্যদিকে, রুক্মিণী মৈত্রর চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দেব লেখেন, ‘ক্ষমতা, দায়িত্ব, বিচার! মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!