টেক্কা’র ঝলকে ভিত নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৫:৪৮ পিএম
আভাস আগেই দিয়েছিলেন—‘এবার ভয়ঙ্কর খেলা হবে।’ এবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিলেন দেব। ‘টেক্কা’র প্রথম ঝলকে ‘কমনম্যান’ দেবের সিস্টেম-সমাজের ভিত নাড়িয়ে দেওয়ার ঝলক দেখালেন সৃজিত মুখোপাধ্যায়। ছাপোষা, সাদামাটা অবতারে, সুপারস্টারকে বলতে শোনা গেল, ‘পৃথিবীর সবথেকে বড় অপরাধ গরীব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ করে রাখে না। কেউ চেনে...