বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৫:৪৩ পিএম

সিগনালে আটকে ‘কিশোরী’, ইধিকাকে দেখে যা করল খুদে অনুরাগী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৫:৪৩ পিএম

সিগনালে আটকে ‘কিশোরী’, ইধিকাকে দেখে যা করল খুদে অনুরাগী

ইধিকা পাল। ছবি: সংগৃহীত

কলকাতা জুড়ে এখন কিশোরী ঝড়। ‘খাদান’-এর এই গান দর্শক মনে ভাইরাল। সর্বত্র এখন কিশোরীরাজ। আর তাই পর্দার কিশোরী বেজায় খুশি। ‘খাদান’ সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ঢাকার সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথম বড় পর্দায় হাজির। তারপর থেকেই সকলের নজরে ইধিকা।

টানা দুই সপ্তাহ হাউসফুল চলছে ‘খাদান’। গোটা টিমের সঙ্গে প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করে নিচ্ছেন তিনিও। পর্দার রঞ্জা এখন সকলের স্বপ্নের কিশোরী। বাংলাদেশে ভাইরাল প্রিয়তমার পর এবার ইধিকা কিশোরী গানে পসার জমিয়েছেন। আর তার প্রভাব কতটা এবার হাতেনাতে মিলল তার প্রমাণ।

গাড়িতে বসে ইধিকা। সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশ থেকে আচমকাই এক শিশুর চিৎকার। কিশোরী-কিশোরী...। দেখে মুহূর্তে তা ক্যামেরা বন্দি করে নায়িকার টিম। আনন্দ ইধিকার চোখে মুখে ধরা দেয়। সে পাল্টা ফ্লাইং কিসে ভরিয়ে দেয় শিশুটিকে। এখানেই শেষ নয়, তিনি আবার গাড়ি ছুটিয়ে যে বাইকে শিশুটি ছিল তার পাশে নিয়ে যান, হাত তুলে ‘বাই’-ও বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ভাইরাল সেই ভিডিও। সদ্য বিদায়ী বছরের অন্যতম জনপ্রিয় গান হয়ে রয়েছে এই কিশোরী। সব বয়সের দর্শকদের  যার রেশ বছর ঘুরেও বর্তমান। নতুন বছরেও ‘খাদান’ জ্বরে কাবু বাংলা। বক্স অফিসে উপচে পড়ছে আয়।

বহুদিন পর বাংলা সিনেমার বাজার ছন্দে ফিরেছে। একসঙ্গে মুক্তি পাওয়া চার সিনেমাই দর্শকদের মন জয় করেছেন। ‘খাদান’র পাশাপাশি সন্তানও চলছে রমরমিয়ে। রাজ চক্রবর্তীও বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করে নিচ্ছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!