একসময় টলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তাদের প্রেমের গল্প একসময় টলিপাড়ার মুখে মুখে ছিল। তবে সময়ের পরিক্রমায় তাদের পথ আলাদা হয়ে যায়। শুভশ্রী পরবর্তীতে গাঁটছড়া বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে, অন্যদিকে দেবের জীবনে আসেন রুক্মিণী মৈত্র।
এদিকে, আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুমকেতু’। এই ছবির মুক্তিকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেব-শুভশ্রীর অতীত সম্পর্ক ও বিচ্ছেদের গল্প।
দেব-শুভশ্রীর সম্পর্ক কেন ভেঙেছিল, কিংবা কেন তাদের পথ আলাদা হলো তা নিয়ে এখনো নেটিজেনদের মধ্যে রয়েছে নানান জল্পনা-কল্পনা। কেউ দেবকে দায়ী করেন, কেউ রুক্মিণীকে, আবার কেউ শুভশ্রীর পক্ষে সাফাই গাইছেন।
এই আলোচনার মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও, যা আবারও বিতর্ক উসকে দিয়েছে। ভিডিওতে দেবকে শোনা যায় নিজের বিয়ে এবং সম্পর্ক নিয়ে অকপট মন্তব্য করতে।
সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি বিয়ে নিয়ে ভীষণ সিরিয়াস। তবে আমি এখন বিয়ে করতে চাই না, কারণ আমার জীবন এখন অনেকটা ওলটপালট হয়ে আছে। কাজ, রাজনীতি, ঘাটাল সবকিছু নিয়ে আমি ভীষণ ব্যস্ত। আমার জীবনে যে-ই থাকুক না কেন, এখন যদি তাকে বিয়ে করি, তাহলে সময় দিতে পারব না। ফলে সম্পর্ক ভেঙে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, জীবন একটু গুছিয়ে নিয়ে তারপর বিয়ে করতে। বিয়ে নিয়ে আমার কোনো অনীহা নেই। আমিও চাই দিনের শেষে একজন স্ত্রী ও সন্তান থাকুক। সারাদিনের পর বাড়ি ফিরে যেন কেউ আমার জন্য অপেক্ষা করে। তবে এখনই নয়।’
এই মন্তব্য থেকে অনেকেই ধারণা করছেন, দেবের এই মানসিক প্রস্তুতির অভাবই হয়তো তাদের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবুও বিষয়টি ভক্ত-অনুরাগীদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :