শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১২:৫১ পিএম

ক্ষমা চাইলেন দেব

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১২:৫১ পিএম

ক্ষমা চাইলেন দেব

ছবি: সংগৃহীত

ভক্তদের প্রিয় দেব বলে কথা! একটু অভিমান তো হতেই পারে। তবে সুপারস্টারও ‘রাজার রাজা’। তাই তো অভিমানী ভক্তর মানভঞ্জন করতে সোশাল মিডিয়াতেই ‘ভুল’ স্বীকার করে নিলেন। বলে দিলেন ‘সরি’।

ব্যাপার কী? একটু খোলসা করেই বলা যাক। বড় দিনের আগেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। সিনেমার প্রচারে সারা রাজ্যে বাস নিয়ে ঘুরছেন দেব। ৮ ডিসেম্বর তিনি যান মধ্যমগ্রাম। দেব যে মধ্যমগ্রাম ও বারাসতের মাঝে অবস্থিত মলে যাবেন, সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। বেলা গড়াতে না গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। বিপুল জনসমাগম হয়।

এই জনসমাগমের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’

অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো এক্স পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এর জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’ তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। তাদের মতে, এমনটা শুধুই দেবই করতে পারেন। তাই তার জন্য ভক্তদের ‘পরাণ যায় জ্বলিয়া রে।’

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। সিনেমা মুক্তি পাবে বড় দিনের ঠিক আগে ২০ ডিসেম্বর। দেব ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই সিনেমাতে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!