বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০১:০৭ পিএম

জন্মদিনে দূর দেশে মৌসুমী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০১:০৭ পিএম

জন্মদিনে দূর দেশে মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা তিনি। হাজারো ভক্তের কাছে তিনি প্রিয়দর্শিনী। দীর্ঘ দুই যুগ ধরে নিজের জনপ্রিয়তাকে শক্ত হাতে ধরে রেখেছেন। মিষ্টি হাসি আর অভিনয়গুণে জয় করে নিয়েছেন কালের সীমানা। হ্যাঁ, তিনি নন্দিত অভিনেত্রী মৌসুমী।

সেই নব্বইয়ের দশকের শুরুর দিক থেকে আজও তার সৌন্দর্য অমলিন। একাধিক প্রজন্মের নায়িকাদের কাছে হয়েছেন আদর্শ। আজ ৩ নভেম্বর এই তারকা অভিনেত্রীর জন্মদিন। প্রিয়দর্শিনী মৌসুমী এবারও তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত বছর অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। ইচ্ছে থাকা সত্ত্বেও সন্তানের পড়াশোনার কারণে আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।

এদিকে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বেশিই বিশেষভাবে উদযাপিত হতো। মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনোই পরিকল্পনা নেই। সাদামাটাভাবে দিনটি কাটবে। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, ফাইজাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। সঙ্গে ফাইজার নানি ও খালামনি আছেই। তাদেরকে নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটানোর চেষ্টা করব। তবে হ্যাঁ খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত দর্শকসহ সারা দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’

চলচ্চিত্রে মৌসুমীর আত্মপ্রকাশ ১৯৯৩ সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর নায়িকা হিসেবে রুপালি পর্দায় আসেন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাত। সালমান শাহ এবং মৌসুমী দুজনেই আকাশচুম্বী সাফল্য পেয়ে যান। এরপর একই বছর মৌসুমী অভিনয় করেন ‘দোলা’ সিনেমায়। এরপরের গল্প কেবলই সাফল্যের। একটানা অভিনয় করে এসেছেন। এখনো করছেন। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ সিনেমাতে অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
 

আরবি/এফআই

Link copied!