শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১১:৫৫ এএম

নির্মাণে ব্যস্ত জিয়াউদ্দিন আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১১:৫৫ এএম

নির্মাণে ব্যস্ত জিয়াউদ্দিন আলম

জিয়াউদ্দিন আলম । ছবি: সংগৃহীত

চলতি সময়ের দর্শকপ্রিয় নির্মাতা জিয়াউদ্দিন আলম। যার শুরুটা হয়েছিল ফটোসাংবাদিকতার মাধ্যমে। আজ তিনি একজন প্রতিষ্ঠিত গীতিকার, সুরকার ও নির্মাতা। এক যুগরে বেশি সময় ধরে শোবিজে কাজ করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন জিয়াউদ্দিন আলম। তৈরি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়া। সম্প্রতি এই নির্মাতার মুক্তিপ্রাপ্ত ‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে। দর্শক চাহিদায় এবার নাটকটির সিক্যুয়েল নির্মাণ করছেন তিনি।

জিয়াউদ্দিন আলম ২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেন। কাজ করেছেন বেশ কয়েকটি পাক্ষিক ও দৈনিকে। তার নাটকের শুরুটা প্রযোজনা দিয়ে। হুমায়ূন আহমেদের গল্পে পূর্ণিমা ও শাহেদ শরীফ খানকে জুটি করে প্রথম প্রযোজিত নাটক ‘জীবন-যাপন’। গোলাম রব্বানীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছিলেন সাইফ চন্দন। এই নাটকে পূর্ণিমার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাংবাদিক জাকারিয়া সৌখিন। এখন তিনিও দর্শকপ্রিয় নির্মাতা।

এরপর ‘বিশেষ দ্রষ্টব্য’, ‘আমি নায়ক হবো’, ‘অবশেষে নাটকে পরিণত’, ‘হোম সার্ভিস’, ‘লেটার বক্স’ নামের নাটকগুলো প্রযোজনা করেন। এরপর ২০১০ সালে নির্মাণে নাম লেখান জিয়াউদ্দিন আলম। তার প্রথম নির্মিত নাটক ‘হাসো আল লিমিটেড’। একে একে নির্মাণ করেন ‘পাইরেসি’, ‘ভালোবাসায় ফেরা’, ‘ভাবনায় ভালোবাসা’, ‘ডিসকাউন্ট ইমরান’, ‘মনের আকাশে’, ‘বাবুই পাখির বাসা’, সম্পর্ক নবায়ন’, মনের আকাশে নীল মেঘ’, মেঘলা রোদ্দুর’, ‘স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি’, ‘১১৯ আদি নিবাস’, ‘কানামাছি’ ও ‘দলছুট’ নামের নাটকগুলো। এখন নিয়মিত নির্মাণ করছেন তিনি।

নাটকের পাশাপাশি বেশকিছু মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। পরবর্তীতে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তার লেখা প্রথম অ্যালবাম ‘কিছু ভালোবাসা’, ‘কিছু স্বপ্ন’, ‘কিছু প্রত্যাশা’। মিক্সড অ্যালবাম অসংখ্য। দেশের সব জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন তার লেখা গান। এ পর্যন্ত তিনি তিনশোর উপরে গান লিখেছেন।

জিয়াউদ্দিন আলম বলেন, ‘এখন নির্মাণ নিয়েই আমার সব পরিকল্পনা। নাটকের পাশাপাশি সিনেমা নির্মাণের চেষ্টা করছি। সবারই ছোট পর্দার পর বড় পর্দার জন্য নির্মাণের স্বপ্ন থাকে। আমিও স্বপ্ন দেখি চলচ্চিত্র নির্মাণের। সিনেমা নির্মাণে নিজেকে ব্যস্ত রাখতে চাই। তবে অনেকেই সিনেমার নামে এখন নাটক বানাচ্ছে। আর এখনকার নাটকও ঠিক মতো হচ্ছে না। যা হচ্ছে তা নাসিমা। না সিনেমা না নাটক। নাটকের বড় সংকট বাজেট। কিছু মানুষ সিন্ডিকেট করে নাটক ধ্বংস করতেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান ভিউয়ের দৌড়ে ভালো কিছু নির্মাণের চেষ্টা করছি। আমার নাটকে কখনো অশ্লীলতা থাকে না। পরিবার নিয়ে দেখার মতো নাটক নির্মাণ করি। ডিজিটাল সময়ে লেজার ভিশন আমাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছে। আমি সব সময় সামাজিক প্রেক্ষাপটের নাটক বানাচ্ছি। লেজান ভিশন রুচিশীল। তাদের সবচেয়ে ব্যবসাসফল এবং ভিউ নাটক আমার পরিচালনায়। সবসময় আমাকে তারা সাপোর্ট করেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি।’

সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের কথা উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘শুরু থেকেই নিলয়কে নিয়ে কাজ করি। তখন নিলয় আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমিও তাকে চেষ্টা করেছি কিছু দেওয়ার। তখন নিলয় সিডিউল না দিলে আমিও নির্মাণ করতে পারতাম না। সবমিলিয়ে দুজন দুজনের ক্যারিয়ারে অবদান আছে।’

নাটকের পাশাপাশি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ সিনেমার টাইটেল গান সহ বেশ কয়েকটি সিনেমায় গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। এখন নির্মাণ নিয়েই তার সব পরিকল্পনা। শিগগিরই নির্মাণ করবেন ‘প্রবাসীর স্ত্রীর ২’, ‘দুই বধু এক স্বামী’, ‘বউয়ের বিয়ে’, ‘বন্দী’, ‘মধ্যবিত্তের নারী যুদ্ধ’, ‘মায়ের কাছে যাবো’, ‘সাহেব বিবি’, ‘ফিরে আসা’, ‘ভুলের সংসার’। নতুন বছরের শুরুতে নাটকগুলো ধারাবাহিক ভাবে প্রচারে আসবে বলে জানিয়েছেন ব্যস্ত এই নির্মাতা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!