ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ও নীলাঞ্জনা নীলা। শোবিজে কাজ করতে এসেই মূলত দুজনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি। পারসা ইভানার মিডিয়াতে পেশাগতভাবে যাত্রা শুরু চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্যদিয়ে। অন্যদিকে, নীলাঞ্জনা নীলার মিডিয়াতে যাত্রা শুরু একই চ্যানেলের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে। ইভানা নাচে ও অভিনয়ে বেশ পারদর্শী।
অন্যদিকে, মডেলিং ও অভিনয়ে বেশ ব্যস্ত নীলাঞ্জনা নীলা। দুই বন্ধুর একসঙ্গে পথচলার এক দশকে এবারই প্রথম দুজন একসঙ্গে একই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি পঞ্চম ‘বাংলাদেশ ওমেন্স ইন্সপারেসন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একজন সেরা নৃত্যশিল্পী ও সেরা অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন পারসা ইভানা। অভিনয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন নীলাঞ্জনা নীলা। দুই বন্ধুর একসঙ্গে একই অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব’র স্বীকৃতি লাভ করায় দুজনই বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।
এ প্রসঙ্গে পারসা ইভানা বলেন, ‘২০১৫ সাল থেকে নীলাঞ্জনা নীলার সঙ্গে আমার বন্ধুত্ব। সেই হিসেবে আমাদের চমৎকার বন্ধুত্বের পথচলার এক দশক চলছে। এই এক দশকে এবারই প্রথম আমরা দুই দোস্ত একসঙ্গে একই মঞ্চে নিজেদের সেরা কাজের জন্য শ্রেষ্ঠত্ব’র স্বীকৃতি লাভ করেছি। বিষয়টা আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে। কারণ এর আগে আমি সিজেএফবি’সহ আরও অন্যান্য বেশ কয়েকটি সংগঠন থেকে পুরস্কৃত হয়েছি। কিন্তু এই পুরস্কারটার আমার কাছে একটু অন্যরকম ভালো লাগার। কারণ একই আয়োজনে আমি আমার দোস্ত নীলাঞ্জনা নীলা’সহ সম্মানিত হয়েছি। ধন্যবাদ আয়োজকদের যারা আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সুন্দর মুহূর্তেও মুখোমুখি করেছেন।’
নীলাঞ্জনা নীলা বলেন, ‘আমাদের দুই বন্ধুর একসঙ্গে পথচলার সুন্দর সময়ে একইসঙ্গে একই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতের মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা আমাদেরকে আমাদের কাজের জন্য সব সময় অনুপ্রেরণা দেওয়ার জন্য।’
নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় সিনেমা হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল একই পরিচালকের ‘গহীন বালুচর। এটি ২০১৭ সালে মুক্তি পায়। এই সিনেমাতে নীলার অভিনয় দর্শককে ভীষণ মুগ্ধ করে। আগামী ঈদের পর ইভানা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নিউইয়র্কের ‘ফ্রি ম্যান স্টুডিওতে’ অভিনয়ে প্রশিক্ষণ নিতে।
আপনার মতামত লিখুন :