ঈদ উপলক্ষে সবার মধ্যে শুরু হয়েছে উৎসবের উন্মাদনা। সেই সঙ্গে বিনোদন অঙ্গনেও যেন একটা বিশেষ জোয়ার দেখা যাচ্ছে।
প্রতি বছরই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তি পায়। দর্শকদের আনাগোনা বেড়ে যায় প্রেক্ষাগৃহগুলোতে।এবারের ঈদেও মুক্তি পেয়েছে ৬টি সিনেমা, যার মধ্যে অন্যতম শাকিব খানের ‘বরবাদ’ ।
বাংলা মুভি রিভিউ অনুযায়ী, ঈদের প্রথম দিনে মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমাগুলোর আয় প্রায় ৬০ লক্ষ টাকা। ৩৭টি শো ছিল হাউজফুল এবং মোট আয় ভালো হলেও কোন সিনেমাই এককভাবে রেকর্ড আয় করতে পারেনি।
শাকিব খানের ‘বরবাদ’ প্রথমদিনে আয় করেছে ২৮ লাখ টাকা। যা একটু কম হলেও, ‘বরবাদ’ (৩০ লাখ) ও ‘তুফান’ (২৯ লাখ)-এর তুলনায় বেশ ভালো।
প্রযোজক কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে আয় নিয়ে কিছু বলেননি। ঈদের ছুটি এইবার ৬ দিন। এই ৬ দিনের আয়ের পরই স্পষ্ট হবে কোন সিনেমা লং রানে কত আয় করবে।
গত কয়েক বছরের রোজার ঈদে সিনেমাগুলোর ওপেনিং আয়ের তুলনায় এবারের আয় বেশ ভালো হয়েছে। গত বছর যেখানে ‘রাজকুমার’ মাত্র ১২ লাখ টাকা আয় করেছিল, সেখানে এবারে ‘বরবাদ’ ও ‘দাগি’-র ওপেনিং আয়ের মধ্যে যথেষ্ট বৃদ্ধি লক্ষণীয়।
দেশে বর্তমানে ১৭০ থেকে ১৮০টি প্রেক্ষাগৃহ রয়েছে। এই ছয়টি সিনেমা তাদের মধ্যে প্রতিযোগিতা করছে। ঈদের ছুটির কারণে ধারণা করা হচ্ছে চলতি বছরের ঈদে সিনেমাগুলোর আয়ের গ্রাফ আরো উঁচু হতে পারে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন