নতুন ছবি ‘আড়ি’ নিয়ে সরব টালিউড তারকা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। মা-ছেলের আদরের সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই সিনেমা যতটা না আলোচনায়, তার থেকেও বেশি চর্চায় রয়েছে দুই তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জমা ‘কু-মন্তব্য’।
যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান দু’জনেই এখন টালিউডের আলোচিত মুখ।
সিনেমার কাজ ছাড়াও তাদের ব্যক্তিগত জীবন, সন্তান, সম্পর্ক, সবকিছু নিয়েই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে।
নিয়মিত ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি পোস্ট করেন তারা। কখনো পারিবারিক মুহূর্ত, কখনো সন্তানকে কোলে নেওয়া ছবি, কখনো আবার নতুন সিনেমার প্রোমোশনের ঝলক।
কিন্তু এ আগ্রহের বড় একটা অংশই সোশ্যাল মিডিয়ায় ঝরে পড়ে নানা রকম মন্তব্যের মাধ্যমে। এসব পোস্টের নিচে বহুবার দেখা যায় মন্তব্যের ঘরে ভেসে আসছে মাতৃত্ব নিয়ে কটাক্ষ, ব্যঙ্গ, এমনকি মা-বাবাকে জড়িয়ে অশালীন গালাগালি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য নিয়ে মুখ খোলেন তারা। নুসরাত বলেন, ‘যারা মা তুলে গালি দেয়, তারা ফ্রাস্ট্রেটেড। যারা মা-বাবা তুলে গালি দেয়, তাদের বাবা-মায়েরা জানেন না, তারা এটা করছে। যদি জানত তাহলে তারা এটা করত না।’
একই সুরে যশ বলেন, ‘কোনো মা-বাবা এমন শিক্ষা দিতে পারেন না। যারা এটা করছে, তাদের সাহায্য দরকার। তারা জিম করতে পারে, ওজন বাড়াতে পারে। ঘাম ঝরবে, ফ্রাসট্রেশন কেটে যাবে।’
যশ-নুসরাত দু’জনেই এখনকার সময়ের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ ‘স্টার কাপল’। নিয়মিত ছবি, পোস্ট আর আপডেট দিয়ে থাকেন তারা।
তবে এই ডিজিটাল উপস্থিতিকে ঘিরে যেভাবে ‘মা’ শব্দটিকে ঘুঁচিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, সেটাকেই অসুস্থতা বলেই মনে করছেন দু’জনেই।
তাদের মতে, এসব মানুষের প্রয়োজন মানসিক স্বস্তি। ট্রল করে নয়, বরং নিজের উপর কাজ করেই সেই অস্থিরতা দূর করা উচিত।
আপনার মতামত লিখুন :