বিশ্বের দুই হাজার যুব প্রতিনিধিদের নিয়ে রাশিয়ার নিজনি নভোগরদ শহরে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি-২০২৫’। রাশিয়ার অন্যতম বৃহৎ এ আয়োজনে বাংলাদেশ থেকে ১৯ জন যুব প্রতিনিধি অংশ নিচ্ছেন। নিজনির ইয়ারমার্কা এলাকায় আয়োজিত এ অ্যাসেম্বলির প্রথম দিন ছিল গতকাল বুধবার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উদ্বোধনী আয়োজনের মধ্যে দিয়ে এবারের আসরের আনুষ্ঠানিকতা হবে।
‘ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ফর ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট’ নামে ১৯৫৭ সালে মস্কোতে এই আয়োজনের শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সময় অনিয়মিতভাবে এবং বিভিন্ন শিরোনামে এ অনুষ্ঠান আয়োজিত হয়। তবে ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানটি প্রতিবছর নিয়মিতভাবে পালনের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিজনি নভোগরদ শহরে আয়োজিত হচ্ছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি।
আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর এ আসরের নাম হবে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ন্যাশনাল ফেস্টিভ্যাল-২০২৬’। এবারের আসরে রাশিয়ার এক হাজার অংশগ্রহণকারীর সঙ্গে বিশ্বের ১২০ দেশের আরও এক হাজার অংশগ্রহণকারী রয়েছেন। মিডিয়া, সৃজনশীল ইন্ডাস্ট্রি, জনপ্রশাসন, উদ্যোক্তা, ক্রীড়া, শিক্ষা ও বিজ্ঞান এবং ডিজিটালাইজেশন ও আইটি এই সাত ক্যাটাগরিতে বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই দুই হাজার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিশ্বের প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন এই আয়োজনে। এ ছাড়া ২০০ জন শিশু প্রতিনিধি, বিভিন্ন বিষয়ে রাশিয়ার ২০০ জন এবং ৩৯টি দেশের ৬০ জনের বেশি বিশেষজ্ঞ পেশাজীবীও অংশ নিচ্ছেন এবার। এসব পেশাজীবীরা তরুণদের সঙ্গে ৮৬টির বেশি সেমিনার, সম্মেলন এবং অধিবেশন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সবার খরচ বহন করছে আয়োজক কর্তৃপক্ষ।
অ্যাসেম্বলির সফল আয়োজনের জন্য রাশিয়ার ৫৪টি অঞ্চল থেকে ৪৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে নিজনি নভোগরদ অঞ্চলের যুব নীতিবিষয়ক মন্ত্রী ভেতলানা আনুফ্রিয়েভা জানান, ‘৫৪টি রাশিয়ান অঞ্চল থেকে স্বেচ্ছাসেবকরা নিঝনি নভোগরদে এসেছেন। তাদের শক্তি এবং সাহায্য করার আকাঙ্খা অনুভব করছি। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যেসব স্বেচ্ছাসেবকরা আমাদের শহরে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের সময় উপভোগ করেন, কারণ তাদের একটি মহান দায়িত্ব রয়েছে: কেবল দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা অতিথিদেরই নয়, বিপুলসংখ্যক আন্তর্জাতিক অংশগ্রহণকারীদেরও স্বাগত জানানো এবং সহায়তা করা।’
অ্যাসেম্বলির মিডিয়া কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যুব প্রতিনিধিদের এবং বিশ্বের বিশেষজ্ঞ পেশাজীবীদের মধ্যে এবং তাদের নিজেদের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবেই ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি আয়োজিত হচ্ছে। তরুণদের সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য এবং তাদের স্বপ্নকে বিশ্ব দরবারে তুলে ধরার দারুণ একটি প্ল্যাটফর্ম এ আয়োজন। পাশাপাশি এই আয়োজনকে বৈশ্বিক পরিমণ্ডলে রাশিয়াকে উপস্থাপনের একটি আদর্শ সুযোগ হিসেবেও মনে করছেন আয়োজকেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন