বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:১৯ এএম

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অশ্লীলতা, এবার মুখ খুললেন ওমর সানী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:১৯ এএম

চিত্রনায়ক ওমর সানী। ছবি- সংগৃহীত

চিত্রনায়ক ওমর সানী। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অশ্লীল পোশাক নিয়ে সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। কথিত পুরস্কার বিতরণী আসরে অংশ নেওয়া কথিত মডেল-অভিনেত্রীদের পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক মহলে চলছে সমালোচনার ঝড়।

এই প্রেক্ষাপটে প্রথমেই প্রতিবাদ করে মুখ খোলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। মুক্তির স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। 

এখানেই শেষ নয়, ‘চাঁদের আলো’ সিনেমার নায়িকা রুমানা ইসলাম মুক্তির পর এবার সিনেমাটির নায়ক ওমর সানী একই প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন, অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজিত হয়। এসব অনুষ্ঠানে গুণী শিল্পীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে অর্থের বিনিময়ে পুরস্কার দেওয়া হচ্ছে।

তিনি লিখেছেন, কিছু মানুষ অতিথি সেজে বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা দিয়ে পুরস্কার সংগ্রহ করেন। ৩০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার কিংবা এক লাখ টাকার বিনিময়ে পুরস্কার পাওয়া সম্ভব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

তার মতে, এ ধরনের লোভ ও অসৎ কর্মকাণ্ডের কারণেই এসব অনুষ্ঠানের আয়োজন হয়, আর এতে বিনোদন অঙ্গনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

ওমর সানীর এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তার স্ট্যাটাসের মন্তব্য ঘরে বেশিরভাগ মানুষই তার সঙ্গে একমত পোষণ করেছেন।

শিল্পী ও দর্শকদের একটি বড় অংশ বলছেন, অশ্লীল পোশাক ও টাকার বিনিময়ে পুরস্কার দেওয়ার অভিযোগ সত্য হলে, তা শুধু বিনোদন অঙ্গনের জন্যই নয়, পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এ বিষয়ে পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!