ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

২য় দিনেও সাফল্য ধরে রেখেছে ‘রেইড ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:৫৫ পিএম
‘রেইড ২’ ছবির পোস্টার। ছবি : সংগৃহীত

গতকাল মুক্তি পায় ‘রেইড’ ফ্র্যাঞ্চাইজের ২য় কিস্তি ‘রেইড ২’।  অজয় দেবগন ফের মাঠে নামলেন আয়কর অফিসারের ভূমিকায়।‘রেইড’ছবিতে যে গর্জন শোনা গিয়েছিল, তারই দ্বিতীয় কিস্তি নিয়ে পর্দায় ফেরেন তিনি। 

২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটি দর্শকমহলে আলোড়ন তুলেছিল, বিশেষ করে অজয়ের কণ্ঠে উচ্চারিত ‘সারপ্রাইজ রেইড’ সংলাপটি এখনও বহু দর্শকের মনে গেঁথে আছে। এবার ‘রেইড ২’ নিয়ে নতুন চমক তৈরি করলেন নির্মাতারা।

বিশেষ করে আন্ডাররেটেড এই ফ্র্যাঞ্চাইজের প্রথম কিস্তি দেখে দেবগন-ফ্যান্স এবং মুভিভক্তরা দ্বিতীয় কিস্তি নিয়ে আরও বেশি আশাবাদী ছিলেন। বলাই বাহুল্য তাদেরকে নিরাশ করেনি ‘রেইড ২’।

ছবির শুটিং হয় লখনৌ শহরে, বাস্তব জীবনের এক আয়কর অভিযানকে ঘিরেই গড়ে ওঠে এই গল্প। অজয় নিজেও এই চরিত্রটি নিয়ে বেশ সিরিয়াস। 

এক সাক্ষাৎকারে দেবগন বলেন,‘এই ধরনের চরিত্রে অভিনয় করতে গেলে শুধু স্ক্রিপ্ট নয়, মানসিক প্রস্তুতিটাও খুব জরুরি।’

ছবিটির প্রযোজনা করে প্যানোরামা স্টুডিওজ ও টি-সিরিজ। পরিচালনা করেন রাজ কুমার গুপ্ত। তিনি ২০১৮ সালের ‘রেইড’ ছবিরও পরিচালক ছিলেন এবং ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ ও ‘ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড’র মতো সমালোচকপ্রশংসিত চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ।

উল্লেখ্য, ছবিটির মুক্তির তারিখ ছিল ১ মে। এই দিনে সারাবিশ্বের মত ভারতেও শ্রমিক দিবস পালিত হয়, এবং নির্মাতাদের মতে, এই জাতীয় ছবির মুক্তির জন্য এটি একটি আদর্শ সময়।

অজয় দেবগন অভিনীত ‘রেইড ২’ মুক্তির পর দুই দিনে বক্স অফিসে ২৪.৪২ কোটি রূপি আয় করেছে। প্রথম দিনে আয় ছিল ১০.০৪ কোটি রূপি এবং দ্বিতীয় দিনে ১৩.৮৬ কোটি রূপি। ছবিটির বাজেট ছিল  ৫৫ কোটি রূপি,ফলে দুই দিনে বাজেটের প্রায় ৪৪% পুনরুদ্ধার হয়েছে।

উচ্ছ্বসিত নির্মাতারা জানান,‘রেইড ২’ আগের চেয়েও বেশি ভাল করছে বক্স অফিসে। তবে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অন্যান্য বলিউড ছবির প্রথম দুই দিনের আয়ের তুলনায়‘রেইড ২’মাঝারি অবস্থানে রয়েছে। 

উদাহরণস্বরূপ, ‘ছাভা’ প্রথম দিনে  ৩১ কোটি রূপি আয় করে, ‘স্কাই ফোর্স’ ১২.২৫ কোটি রূপি এবং‘গেম চেঞ্জার’ ৭.৫ কোটি রূপি আয় করে।  এই তুলনায় ‘রেইড ২’ এর পারফরম্যান্স সন্তোষজনক হলেও শীর্ষে নয়।

ছবিটির ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে অজয় দেবগনের দৃঢ় অভিনয়, রিতেশ দেশমুখের খল চরিত্রে নতুনত্ব এবং বাস্তবভিত্তিক গল্প। 

তবে, কিছু সমালোচক ছবির গতি ধীর এবং সংলাপের পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়া, আইটেম গানগুলোর উপস্থিতি মূল গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অনেকে মনে করেছেন।

সার্বিকভাবে, ‘রেইড ২’ একটি দৃঢ় ক্রাইম থ্রিলার যা অজয় দেবগনের ভক্তদের জন্য উপভোগ্য হতে পারে। যদিও এটি বক্স অফিসে শীর্ষে পৌঁছাতে পারেনি, তবে প্রথম দুই দিনের আয় এবং সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে ছবিটি একটি মাঝারি সাফল্য অর্জন করেছে।

তবুও অজয় দেবগন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে‘রেইড রিটার্নস’ হ্যাশট্যাগটি