ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

‘সুগার ড্যাডি থাকলে মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায়’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০২:৫৫ পিএম
ফারিয়া শাহরিন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ  অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন ফারিয়া শাহরিন।  সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, কাজ, শুটিং, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা কিছু নিয়ে কথা বলেন তিনি। 

সাক্ষাৎকারে শাহরিন  বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’

তিনি বলেন, ‘তাই আমার ক্ষেত্রে এ জন্য কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই।’

উল্লেখ্য,‘ব্যাচেলর পয়েন্টে’-এর অন্তরা চরিত্রে সেরা অভিনয়ের জন্য পুরুষ্কার পেয়েছেন অভিনেত্রী। পুরষ্কার গ্রহণ শেষে এমন বিস্ফরক মন্তব্য করেন। যা ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। বাস্তবতা তুলে ধরায় অনেকেই তার বক্তব্যকে সাহসী বলেও অভিহিত করছেন।