ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের প্রেমজীবন ঘিরে বহুদিন ধরেই রয়েছে নানা আলোচনা। একবার নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো...য়া...র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’।
এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে।
শামীম তার সোশ্যাল মিডিয়া মন্তব্যে পরিষ্কার করে জানান, অহনার কথিত সেই প্রাক্তন তিনি নন। বরং তিনি নিজেও সেই ব্যক্তিকে চেনেন, কিন্তু নাম প্রকাশ করবেন না বলে জানান।
তবে এবার শামীম মুখ খুললেন প্রকাশ্যে।
মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজের ওপর ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে বলেন,‘সবাই অহনার ইন্টারভিউ ক্লিপ কেটে আমাকে ট্যাগ করে ইনবক্সে পাঠায়। আমি বিয়ের পরও এসব পেয়ে খুব কষ্ট পেয়েছি। এখন ওই জানোয়ার প্রাক্তনের সাথে আমি নেই।’
এরপর তিনি বলেন,‘অহনা তো নামটা বলেনি, আমিই বলছি ওর প্রাক্তন হচ্ছে মেহেদী হাসান হৃদয়, "বরবাদ" সিনেমার পরিচালক। তাদের ৬-৭ বছরের সম্পর্ক ছিল। আমি যখন অহনার সঙ্গে বন্ধুত্ব করি, তখনও সে হৃদয়ের সঙ্গে সম্পর্কে ছিল। এ কারণেই আমার সঙ্গে তার সম্পর্ক টেকে নাই।’
এ বক্তব্য প্রকাশের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বিনোদন অঙ্গনে। অহনার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নেটিজেনরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছেন।