ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৪৮ পিএম
অহনা দত্ত। ছবি- সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত দীর্ঘ বিরতির পর ফিরে আসছেন ছোটপর্দায়। প্রায় ছয় মাস আগে মা হওয়ার কারণে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের আলোচিত খলনায়িকা ‘মিশকা সেন’ চরিত্রে তাকে দেখা যায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ এর প্রোমো। দর্শকদের মনে প্রশ্ন উঠেছে এবারও কি খলনায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে?

এ বিষয়ে অহনা বলেন, এখন পর্যন্ত যে অংশের শুট করেছি, তাতে এমন কিছু মনে হয়নি। চরিত্রটি নিয়ে পুরো ব্রিফিং এখনও পাইনি। কয়েক দিন শুটিং চললে বিষয়টি স্পষ্ট হবে।

নায়িকা হওয়ার বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে বলেন, মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না এমন ভাবনা কখনও ছিল না। নায়িকাদের চাপ অনেক। মেয়েকে রেখে এতটা চাপ নিতে পারব না। তাই ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও যোগ করেন, নায়িকা হওয়ার লালসা আমার নেই। নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকায় আমার কোনো আগ্রহ নেই।

অহনার এই মন্তব্যের পর নতুন ধারাবাহিকে তার চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।