ভি-শেইপড র্যান্ডি রোডস মডেলের সাদা জ্যাকসন গিটারটা নিয়ে একসময় দাপিয়ে বেরিয়েছেন মঞ্চ। তবে এবারই প্রথমবারের মতো দেশের মাটিতে একক শো নিয়ে আসছেন দেশের অন্যতম সেরা গিটারবাদক ও ইউটিউবার অনি হাসান।

বহুদিন পর ঢাকায় ফিরছেন অনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ঢাকা, আই’ম কামিং হোম! ১৮ তারিখ আমার প্রথম একক শো।’ ‘ঢাকা ব্রডকাস্ট’ নামক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রযোজনা ও আয়োজনে অনি হাসানের প্রথম একক কনসার্ট অনুষ্ঠিত হবে আগামি ১৮ জুলাই।

পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে যায় তার ভক্তদের মাঝে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে নিজ শহরে ফিরে আসার খবরে ভক্ত-শ্রোতাদের পাশাপাশি উচ্ছ্বসিত স্বয়ং অনি হাসানও। বললেন, ‘লেটস মেইক ইট আ নাইট টু রিমেম্বার’।

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, এই শোতে থাকবে লাইভ গিটার পারফরম্যান্স, এক্সক্লুসিভ মিউজিক সেশন এবং দর্শকদের জন্য বিশেষ চমক। বর্তমানে টিকিট বিক্রি চলছে এবং আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়।

অনি হাসানের সংগীতের পথচলা শুরু ভাইব ব্যান্ডের হাত ধরে। ‘চেনা জগত’ এলবামের প্রায় প্রতিটি গানেই ছিল তার বড় অবদান। তাই তো ব্যান্ড ভেঙে যাওয়ার প্রায় দুই দশক পরেও শ্রোতাদের মনে জায়গা ধরে রেখেছে ব্যান্ডটি।
পরবর্তীতে ওয়ারফেজে যোগ দেন অনি হাসান। সেখানে তিনি দীর্ঘ আট বছর সংগীতসঙ্গী ছিলেন। ওয়ারফেজের ‘সত্য’ অ্যালবাম অনির ক্যারিয়ারের এক বিশেষ অধ্যায়। এই অ্যালবামের ‘পূর্ণতা’ গানটি সময়ের সীমানা পেরিয়ে এখনো অনেকের প্রিয় তালিকায়। এ ছাড়াও ‘না’, ‘আগামী’, ’সত্য’সহ এই এলবামের প্রতিটি গানেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ওয়ারফেজ ছেড়ে বিদেশে পাড়ি জমান অনি হাসান। বর্তমানে সস্ত্রীক বাস করছেন চীনে। ব্যান্ড ছেড়ে গেলেও সংগীত থেকে সরে যাননি তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রাইন ১ ও ২, হিমালায়া ইজ হোয়্যার মাই হার্ট রেস্টস, ব্লিসফুল ইউথ ইত্যাদি গিটার ইন্সট্রুমেন্টাল বাজিয়ে আন্তর্জাতিক শ্রোতাদের মন জয় করেন। দেশের শ্রোতাদের জন্য গায়ক মিজান রহমানের সঙ্গে রিলিজ করেছেন বাবা দিবসের গান ‘তোমাকে ছাড়া’।

সংগীতের স্বীকৃতিও পেয়েছেন দু’হাত ভরে। বর্তমানে তিনি আন্তর্জাতিক গিটার ব্র্যান্ড কিসেল (পূর্বনাম কারভিন)-এর ফিচার্ড আর্টিস্ট। তাদের তৈরি নিজের সিগ্নেচার গিটার ব্যবহার করেন অনি।

পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত গিটার পিক-আপস ব্র্যান্ড সাইমার ডানকান পিকআপ কোম্পানির সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েও ইতিহাস গড়েন এই বাংলাদেশি রকস্টার।

দেশ ছেড়ে গেলেও সংগীত কখনো ছাড়েননি। বরং দূরদেশে থেকেও দেশ ও সংগীতের প্রতি তার ভালোবাসা অটুট। সেই টানেই তিনি ফিরছেন ঢাকায়, দেশের মাটিতে তার প্রথম একক শো নিয়ে। আপাতত সংগীতপ্রেমীরা অপেক্ষা করছেন, অনির গিটারের ঝংকারে এই রাত সত্যিই স্মরণীয় হয়ে উঠবে কি না!
আপনার মতামত লিখুন :